rabbhaban

প্যাপিলনের বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবী


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২২ মে ২০১৯, বুধবার
প্যাপিলনের বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবী

প্যাপিলন বন্ধ কারখানা খুলে দেওয়া, ২ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবি মেনে নেয়ার দাবিতে ২২ মে বুধবার সকাল ১১টায় প্রেসক্লাব সম্মুখে শ্রমিকদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

প্যাপিলন কারখানার শ্রমিক আনোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, জেলার সহ-সভাপতি সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি তৌহিদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কাঁচপুর থানার সহ-সভাপতি আনোয়ার খান, প্যাপিলন গার্মেন্টস শ্রমিক সাজ্জাদ, মাসুম, রিক্তা প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, কারখানার মালিক গত ২৯ মার্চ সীল স্বাক্ষর ছাড়া নোটিশ লাগিয়ে ৩০ ও ৩১ মার্চ ২ দিনের ছুটি ঘোষণা করেন। এরপর শ্রমিকরা ১এপ্রিল সকাল বেলা কাজে যোগদানের জন্য কারখানা গেটে গেলে মালিক কর্তৃপক্ষ সীল স্বাক্ষর ছাড়া কারখানা বন্ধের আরেকটি অবৈধ নোটিশ জারী করে।

নেতৃবৃন্দ এই সমস্ত সংকটের অবিলম্বে সমাধানের জন্য মালিক কর্তৃপক্ষ, শিল্প পুলিশ, শ্রম অধিদপ্তর, বিকেএমইএ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত সংকট সমাধান করেনি।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর