rabbhaban

চার মুক্তিযোদ্ধার বাড়িতে ‘মুক্তিযোদ্ধা নিবাস’ নামফলক উদ্বোধন


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০৫ নভেম্বর ২০১৯, মঙ্গলবার
চার মুক্তিযোদ্ধার বাড়িতে ‘মুক্তিযোদ্ধা নিবাস’ নামফলক উদ্বোধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও জালকুড়িতে ৪জন মুক্তিযোদ্ধার বাড়িতে ‘মুক্তিযোদ্ধা নিবাস’ নামফলক উদ্বোধন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন।

এ ৪ মুক্তিযোদ্ধা হলেন আলী হোসেন, আয়েত আলী, আবদুল আজিজ দেওয়ান ও শহীদুল ইসলাম। ৫ নভেম্বর মঙ্গলবার সকালে তিনি মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে ‘মুক্তিযোদ্ধা নিবাস’ উদ্বোধন করেন।

এ সময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, মুক্তিযোদ্ধা আবদুল মতিন, মহিউদ্দিন মোল্লা, মজিবুর রহমান সাউদ সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

নামফলক উদ্বোধন শেষে উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে আনোয়ার হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা। বঙ্গবন্ধুর কথা আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
সংগঠন সংবাদ এর সর্বশেষ খবর
আজকের সবখবর