rabbhaban

রূপগঞ্জের বিল থেকে যুবকের লাশ উদ্ধার


সিটি করেসপনডেন্ট | প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার
রূপগঞ্জের বিল থেকে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিল থেকে অজ্ঞাত (৩০) পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (২১ সেপ্টেম্বর) উপজেলার চনপাড়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনাস্থলে যাওয়া রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে। এখনও লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর।  লাশটির পেটে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর