rabbhaban

সোনারগাঁওয়ে নৌকার প্রচারনায় ড. সেলিনা আক্তার


সোনারগাঁ করেসপনডেন্ট | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮, শনিবার
সোনারগাঁওয়ে নৌকার প্রচারনায় ড. সেলিনা আক্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার দুলালপুর নিজ বাড়িতে মত বিনিময় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নৌকার প্রচারনায় নেমেছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ড. সেলিনা আক্তার।

শুক্রবার বিকেলে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ প্রচারনায় অংশ নেন তিনি।

সোনারগাঁও পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম মোল্লার সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লুৎফুল কবির, সোনারগাঁও উপজেলা মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট নুরজাহান, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ যুব আইনজীবি পরিষদের সভাপতি অ্যাডভোকেট এটি ফজলে রাব্বী, সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মোল্লা, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ওসমান গণি,  সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি সোনিয়া আক্তার প্রমূখ।

সভায় বক্তারা আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনগনের কাছে তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় সবাইকে নৌকায় ভোট দেওয়ার জন্য আহবান জানান তারা।

পরে নেতাকর্মীদের নিয়ে ড. সেলিনা আক্তার পৌর এলাকার অর্জুন্দী, আদমপুর, পানাম, মুন্সিরাইল এলাকায় লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর