paradise

১০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


রূপগঞ্জ করেসপনডেন্ট | প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার
১০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ লিটার চোলাই মদসহ মামুন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালি ব্রিজের নিচ থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন মিয়া উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মালিরটেক এলাকার সোলাইমান মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, মামুন মিয়া বেশকিছুদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে চোলাই মদসহ মাদক বিক্রি করে আসছিল বলে পুলিশের কাছে খবর ছিল। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে চোলাই মদ বিক্রি করার সময় ১০ লিটার চোলাই মদসহ মামুন মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন:
rabbhaban
আজকের সবখবর