rabbhaban

শামীম ওসমানের হাতে ফুলের নৌকা দিয়ে আওয়ামী লীগে গেলেন বিএনপির টিপু


ফতুল্লা করেসপনডেন্ট | প্রকাশিত: ০৮:২৭ পিএম, ১৭ নভেম্বর ২০১৮, শনিবার
শামীম ওসমানের হাতে ফুলের নৌকা দিয়ে আওয়ামী লীগে গেলেন বিএনপির টিপু

 ফতুল্লার দাপা এলাকার বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম টিপু ৫ শতাধীক নেতাকর্মী নিয়ে ফুলের নৌকা এমপি শামীম ওসমানের হাতে তুলে দিয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন। পাইলট স্কুল মাঠে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে ১৭ নভেম্বর শনিবার আলোচনার সময় টিপু নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।

এসময় এমপি শামীম ওসমান বলেন, আমাদের সরকার আমলে বিএনপির লোকজন শান্তিতে বসবাস করছে এবং এলাকায় ব্যবসা বানিজ্য করছে। কারণ নেএী আমাদের শিখিয়েছেন কিভাবে ভালোবাসা দিয়ে সবার মন জয় করতে হয়। আমরা আঘাতের বিনিময়ে আঘাতকারীদের ভালোবাসা দিয়ে মন জয় করেছি।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর