rabbhaban

চেয়ারম্যান এহসানের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ১৯ নভেম্বর ২০১৮, সোমবার
চেয়ারম্যান এহসানের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

নারায়ণগঞ্জ জেলার বন্দর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) বাদ আছর বন্দরের ৯ নং ওর্য়াডস্থ বাগবাড়ি জামে মসজিদে যুবলীগ নেতা মোঃ রমজান আলীর উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মো. আলামিন।

উল্লেখ্য, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘ প্রায় এক সপ্তাহ যাবত তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হতে থাকেলে গত ১৭ নভেম্বর তাকে দ্রুত ঢাকার এপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে এপোলো হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ দ্রুত সুস্থ হয়ে যাতে সকলের মাঝে ফিরে আসতে পারে সকলের দোয়া কামনা করছে পরিবারের লোকজন। এহসান উদ্দিন আহম্মেদ বন্দর ইউনিয়ন পরিষদের অভিভাবক। অসুস্থতার কারণে অভিভাবক শূন্য অবস্থায় ইউনিয়নবাসী। তাই দ্রুত সুস্থতা কামনায় বাগবাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হয়।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর