rabbhaban

ফতুল্লায় চায়ের দোকানদার নিখোঁজ


ফতুল্লা করেসপনডেন্ট | প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১৫ মে ২০১৯, বুধবার
ফতুল্লায় চায়ের দোকানদার নিখোঁজ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শাসনগাও চাঁদনী হাউজিং এলাকার চা দোকানদার জাহাঙ্গীর হোসেন (২৬) নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার ১৪ মে সকালে দোকানের সামগ্রী কেনার জন্য ফতুল্লা বাজারের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় বুধবার ১৫ মে নিখোঁজের বোন মোসাম্মৎ সোনিয়া বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় একটি নিখোঁজের জিডি দায়ের করেছেন। নিখোঁজ জাহাঙ্গীর হোসেন ফতুল্লার শাসনগাও চাঁদনী হাউজিং এলাকার মৃত সোহরাব হাওলাদারের পুত্র।

জিডিতে বোন সোনিয়া উল্লেখ করেন, ফতুল্লার শাসনগাও চাঁদনী হাউজিং এলাকার মাদার কালার লিমিটেডে তার ভাই জাহাঙ্গীর হোসেন চায়ের দোকানদারী করেন। গত মঙ্গলবার ১৪ মে সকালে দোকানের সামগ্রী কেনার জন্য ফতুল্লা বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। জাহাঙ্গীর হোসেনের গায়ের রং শ্যামল মুখমন্ডল গোলাকার চুল কালো রঙের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর