rabbhaban

বেপরোয়া ট্রাকের ধাক্কায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্র


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ১০:০৮ পিএম, ১৯ জুন ২০১৯, বুধবার
বেপরোয়া ট্রাকের ধাক্কায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্র

বেপরোয় ট্রাকের ধাক্কায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন কলেজ শিক্ষার্থী মো: বায়েজিদ হোসেন। বর্তমানে তিনি রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গত ১৮ জুন মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

গুরুতর আহত কলেজ ছাত্র মো: বায়েজিদ হোসেন কাশীপুরের বাংলাবাজার পুরান বাড়ী এলাকার মো: সাইফুল ইসলাম জুয়েল প্রধানের ছেলে। বায়েজিদ তার বাবা মায়ের একমাত্র সন্তান। সে মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র।

ফুফাতো ভাই সাইমন জানান, বায়েজিদ প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মটরসাইকেল যোগে কলেজে যাচ্ছিলেন। যাওয়ার পথে কাশীপুর ইউনিয়ন সংলগ্ন মসজিদের সামনে একটি ট্রাক (ট-৮৪৯৮) তাকে ধাক্কা দেয়। এতে নিজেকে সামলাতে না পেরে সাথে সাথেই মো: বায়েজিদ হোসেন ট্রাকের চাকার নিচে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার অবস্থা খুবই গুরুতর। এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর