গাবতলীতে ইয়াবা সহ সোহেল গ্রেফতার
সিটি করেসপন্ডেন্ট |
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২৪ জুন ২০১৯, সোমবার

নারায়ণগঞ্জ সদর উপজেলার গাবতলী এলাকা থেকে সোহেল (৩০) নামে মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলার গাবতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত সোহেল গাবতলী এলাকার মিয়া চাঁনের ছেলে।
ডিবির এস আই সিরাজউদ্দৌলা জানান, সোহেল গাবতলী এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। সোমবার দুপুরে মাদক কিনার কথা বলে অর্ডার দেয়া হয়। সে মাদক দিতে আসলে তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
আপনার মন্তব্য লিখুন: