rabbhaban

বর আসার আগেই গেইট ভেঙ্গে দিল কনের বাবা


আড়াইহাজার করেসপন্ডেন্ট | প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ০৮ নভেম্বর ২০১৯, শুক্রবার
বর আসার আগেই গেইট ভেঙ্গে দিল কনের বাবা

বিয়ের সকল আয়োজন সম্পন্ন। এরই মাঝে খবর আসে প্রশাসনের লোক আসছে। তাই বিয়ে বন্ধ করার জন্য বর আসার আগেই গেইট ভেঙ্গে পালিয়েছে মেয়ের বাবা। ৮ নভেম্বর শুক্রবার দুপুরে উপজেলার গোপালদী পৌর সভার উলুকান্দি পশ্চিম পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আড়াইহাজার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা জানান, আমাদের নিকট খবর আসে উলুকান্দিতে একটি বাল্য বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এমন খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই। গিয়ে দেখি কনের বাবা গেইট ভেঙ্গে বিয়ে বন্ধ করে পালিয়েছে। মেয়েটির নাম সখিনা আক্তার। বয়স ১৪। সে ওই গ্রামের মিজানের মেয়ে এবং স্থানীয় মাদরাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। তার পার্শ্ববর্তী মোল্লার চর গ্রামের রইছ উদ্দিনের ছেলে সাইফুলের সাথে বিবাহ হওয়ার কথা ছিল।

তিনি আরো জানান, আমরা বাল্য বিয়ে বুঝতে পেরে বিয়ে বন্ধ করে দেই। পরে মেয়েটির আত্মীয় স্বজনদের উপজেলায় নিয়ে আসি। পরে বাল্য বিয়ে দিবেনা বলে মুচলেকা রেখে এদের ছেড়ে দেই। এই ঘটনা টের পেয়ে বর আর বিয়ে বাড়ীতে আসেনি। ফলে বন্ধ হলো বাল্য বিবাহ।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর