আড়াইহাজারে অতিরিক্ত দামে লবণ বিক্রি, ব্যবসায়ীর জরিমানা
আড়াইহাজার করেসপন্ডেন্ট |
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১৯ নভেম্বর ২০১৯, মঙ্গলবার

আড়াইহাজার উপজেলার বিভিন্ন হাট-বাজারে অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। লবণের সংকট গুজবে কান দিয়ে ব্যবসায়ীরা অতিরিক্ত দামে বিক্রি করছে। ১৯ নভেম্বর মঙ্গলবার বিকাল থেকে খবর আসে লবণ পাওয়া যাবে না। সাথে সাথে লবণ কিনার হিড়িক পড়ে যায়।
বিশেষ করে নারীরা অতিরিক্ত দাম দিয়ে ৪ থেকে ৫ কেজি করে লবণ কিনছে। এদিকে গুজব ঠেকাতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো: উজ্জল হোসেন উপজেলার প্রতিটি বাজারে টহল দিচ্ছে। এক পর্যায়ে উপজেলার কামরানীরচর বাজারে জাকির স্টোরে লবণ অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পেয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ক্রেতাগণ অভিযোগ করেন, বাজার গুলোতে ১শ থেকে ১শ ২০ টাকা দরে বিক্রি হচ্ছে লবন। উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন জানান, এই অভিযোগ অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন: