rabbhaban

সুমার চিকিৎসার জন্য অয়ন ওসমানের আর্থিক সহযোগীতা


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৯ নভেম্বর ২০১৮, সোমবার
সুমার চিকিৎসার জন্য অয়ন ওসমানের আর্থিক সহযোগীতা

দীর্ঘদিন কিডনিতে সমস্যা থাকলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিল না ফতুল্লার পূর্ব শিহাচর উকিল বাড়ি মোড় এলাকার রেবাতউল্লাহ্ মাষ্টারের ভাড়াটিয়া সুমা। টাকার অভাবে যখন সুমার পরিবার অপারেশন করাতে পারছিল না তখন তার অপারেশন করতে আর্থিক সহযোগীতা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান। রবিবার রাতে সুমার হাতে অয়ন ওসমানের পাঠানো অর্থ তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাড়ির মালিকের স্ত্রী ফরিদা বেগম, প্রতিবেশি হাসিনা বেগম, কুলসুম বেগম, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা শরীফ হোসেন শামীম, অনিক হাসান, রাব্বি, আলামিন প্রধান, আসিফ, সানী, আবু তাহের প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর