রূপগঞ্জে ২ হাজার অসহায় রোগীকে ফ্রী চিকিৎসা সেবা
রূপগঞ্জ করেসপন্ডেন্ট |
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১৫ জুন ২০১৯, শনিবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আল-রাফি হাসপাতালের উদ্যোগে ২ হাজার অসহায় রোগীদের ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
১৫ জুন শনিবার দিনব্যাপী উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় মেডিসিন, গাইনী, বক্ষব্যাধি, নাক কান গলা, চক্ষুসহ বিভিন্ন বিভাগে প্রায় ২ হাজার রোগীকে এ চিকিৎসা সেবা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন গবেষক, কলামিষ্ট, রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও আল-রাফি হাসপাতালের চেয়ারম্যান মীর আব্দুল আলীম, ভাইস চেয়ারম্যান মতিন ভূইয়া, ডিএমডি রুহুল আমীন, পরিচালক আরিফ হোসেন ভূইয়া, ডা. আমির হোসেন, ডা. শারমীন, ডা. আব্দুল আলীম ভূইয়া, ডা. মেজবাহউল হাসান, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন: