হয়রানি বন্ধ করে রনির মুক্তি দাবি ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতির
সিটি করেসপনডেন্ট |
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮, শনিবার

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল্লাহ বলেছেন, মশিউর রহমান রনির মত একজন ছাত্রনেতাকে একের পর মিথ্যা নাটক সাজিয়ে হয়রানি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এভাবে সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও পুলিশ বাহিনীকে দিয়ে বিরোধী মতের নেতাকর্মীদের একের পর এক মিথ্যা নাটক সাজিয়ে জেলে নিচ্ছে। এভাবে অন্যায়ের জন্য আপনাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাহমুদুল্লাহ এসব কথা বলেন। তিনি দ্রুত রনির মুক্তি দাবি করে বলেন, কোন অপরাধ ছাড়াই রনিকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে এভাবে নির্যাতন দ্রুত বন্ধ করুন। দেশের ছাত্রসমাজকে আপনাদের বিরুদ্ধে দাড় করাবেন না।
রনির পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবি করেন মাহমুদুল্লাহ।
আপনার মন্তব্য লিখুন: