rabbhaban

ভিন্ন কৌশলে নির্বাচনী মাঠে এটিএম কামাল


সোনারগাঁও করেসপনডেন্ট | প্রকাশিত: ০৬:১০ পিএম, ১৭ নভেম্বর ২০১৮, শনিবার
ভিন্ন কৌশলে নির্বাচনী মাঠে এটিএম কামাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীরা বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়ে নির্বাচনী মাঠে সরব হচ্ছেন। তার ধারাবাহিকতায় এবার নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনেও বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও মহানগর বিএপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ভিন্ন কৌশলে নির্বাচনী মাঠে নেমেছেন। সংসদীয় এলাকার ভোটারদের সাথে নানা আলাপ আলোচনায় লিপ্ত হচ্ছেন।

জানা যায়, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়নের আশায় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এটিএম কামাল। এছাড়াও বিএনপির আরও কয়েকজন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে অন্যদেরকে এখনও নির্বাচনী মাঠে দেখা যায়নি।

এটিএম কামালের ভিন্ন কৌশলের অংশ হিসেবে ১৭ নভেম্বর শনিবার এটিএম কামাল সংসদীয় এলাকায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করেছেন। তবে লিফলেট বিতরণের আড়ালে তিনি সাধারণ ভোটারদের সাথে নির্বাচনী খোশগল্পে মেতে উঠেছেন।

ফলে সাধারণ ভোটারদের মতে, এটিএম কামাল বেগম জিয়ার নামে লিফলেট বিতরণ করলেও মূলত ভোট চাইতেই সংসদীয় এলাকা ঘুরে বেড়াচ্ছেন। তিনি এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছেন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে নিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নানা আলাপ আলোচনা রয়েছে। তবে তিনি বিএনপির রাজনীতি করতে গিয়ে অনেকবারই কারাবরণ করেছেন। দলের দু:সময়েও সকলের সামনে থেকে এটিএম কামাল নেতৃত্ব দেয়ার চেষ্টা করেছেন। তারই সূত্র ধরে এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়নের আশায় রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর