rabbhaban

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ঘারমোড়ায় নাত মাহফিল


বন্দর করেসপনডেন্ট | প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ০১ নভেম্বর ২০১৯, শুক্রবার
ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ঘারমোড়ায় নাত মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্দর ঘারমোড়া এলাকাবাসী উদ্যোগে নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩১ অক্টোবর বৃহস্পতিবার বাদ আসর ঘারমোড়া (দক্ষিন) পাকা জুম্মা মসজিদ সংলগ্ন এলাকায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। নাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চবটি সিএনজি এন্ড ফিলিং স্টেশনের পরিচালক ও সমাজ সেবক মিজান প্রধান।

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে নাত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামান প্রধান, পাকা জুম্মা জামে মসজিদের সভাপতি মো. আলমাছ মিয়া, একই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আশেক মাহমুদ, মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. হামিদ উল্ল্যাহ প্রমুখ।

নাত মাহফিলে আরো উপস্থিত ছিলেন পাকা জুম্মা জামে মসজিদ কমিটির সহ-সভাপতি আনিস উদ্দিন লিখন, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ শাহীন ও ঘারমোড়া সমাজ কল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক রমিজউদ্দির বুলেট প্রমুখ।

নাত মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ বয়ান করেন বন্দর স্বল্পেরচক জামেয়া গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার মোদাররেস ও মাওলানা শেখ মুহাম্মদ হোসাইন রেজা ক্বাদেরী। আখেরি মুনাজাত পরিচালনা করেন আল্লামা আবু নাসের মুছা। এ ছাড়াও ওয়াজ বয়ান করেন মদীনার গোলাম ইসলামী সাংস্কৃতিক ফোরাম এর সভাপতি শায়ের মুহাম্মদ সাবের রেজা ক্বাদেরী, সাধারণ সম্পাদদক শায়ের মুহাম্মদ তারিকুল ইসলাম ক্বাদেরী, সাংগঠনিক সম্পাদক শায়ের মুহাম্মদ মাহিম ইসলাম ত্বোহা ও পাকা জুম্মা জামে মসজিদের মুয়াজ্জিন মো. সাইদুর রহমান রনি প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর