rabbhaban

আমার কোন ফেসবুক আইডি নাই : শামীম ওসমান


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ১১:২২ পিএম, ২২ এপ্রিল ২০১৯, সোমবার
আমার কোন ফেসবুক আইডি নাই : শামীম ওসমান

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজস্ব কোন একাউন্ট, আইডি, পেজ বা গ্রুপ কিছুই নাই জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান।

গত কয়েকদিন ধরেই ফেসবুকে ‘শামীম ওসমান’ সহ সমর্থক শব্দে একাধিক ফেসবুক আইডি রয়েছে যেখান থেকে প্রায়শই বিভিন্ন ধরনের পোস্ট করা হচ্ছে। এর সত্যতা জানতে ২২ এপ্রিল সোমবার রাতে শামীম ওসমানের সঙ্গে যোগাযোগ করা হলে নিউজ নারায়ণগঞ্জকে তিনি বলেন, ‘ফেসবুকে আমার কোন আইডি বা একাউন্ট নাই। আমি ফেসবুক চালাই না। এমনকি আমার পরিবারের কেউও আমার নামে ফেসবুক চালায় না।’

‘যদি কেউ আমার নামে কোন ধরনের একাউন্ট বা আইডি খুলে থাকে তাহলে সেটা সম্পূর্ণ অবৈধ। সে কারণেই কেউ যেন বিভ্রান্ত না হন।’ বক্তব্যে যোগ করেন শামীম ওসমান।

এর আগে গত ২ মার্চ শহরের দুই নং রেল গেট এলাকাতে সমাবেশেও শামীম ওসমান বক্তব্যে জানিয়েছিলেন তার কোন ফেসবুক আইডি নাই।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর