rabbhaban

রাইফেল ক্লাবের ফুটপাতের দেয়াল ঘেঁষে প্রশ্রাব!


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ০৮:২৫ পিএম, ২৬ অক্টোবর ২০১৯, শনিবার
রাইফেল ক্লাবের ফুটপাতের দেয়াল ঘেঁষে প্রশ্রাব!

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় রাইফেল ক্লাবের বাইরে দেয়ালটি এখন পাবলিক টয়লেটে পরিণত হতে চলেছে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি বেশ ভাইরাল হয়ে উঠেছে। এতে দেখা যায় রাইফেল ক্লাব এর গেটের পাশে দেয়ালে এক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্রাব করছেন। তাছাড়া পুরো দেয়ালেই আছে এ অবস্থা। লোকজন হেঁটে যাওয়ার সময় দুর্গন্ধে বমি চলে আসে আর প্রশ্রাব দিয়ে ফুটপাত মেখে যায়।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর