জিমখানায় জুয়ার আসরে পুলিশের হানায় ঝুললো তালা
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৮:৫৯ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় একটি জুয়ার আসরে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য মতে গত কয়েকদিন ধরেই জুয়ার আসর চলে আসলেও হঠাৎ করেই ১০ জুলাই বুধবার রাতে জুয়া বন্ধে তৎপর হয়ে উঠে সদর থানা। তবে সেই জমজমাট জুয়ার আসর থেকে কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।
কয়েক মাস আগেও শহরের কালীরবাজার ও ৫নং ঘাট এলাকার ২টি জুয়ার আসর উচ্ছেদ করেছিল পুলিশ।
জানা গেছে, কালীর বাজার ও ৫নং ঘাট এলাকার জুয়া বন্ধ হওয়ার পর কিছুটা আড়ালে চলে যান জেলার জুয়া ব্যবসার প্রধান হোতা শাহজাহান ওরফে বড় শাহজাহান। সম্প্রতি ছাইয়া, মনির, মিজান ও ছোট শাহজাহান মিলে জিমখানায় জুয়ার আসর বসায়।
সূত্র জানায়, নগরীর ভিক্টোরিয়া হাসপাতাল ও নাসিক ভবনের বিপরীতে ওয়ালটন প্লাজার পাশে অবস্থিত অঞ্জন নামের এক ব্যক্তির মালিকানাধিন দোতলা ঘরেই জমে জুয়ার আসর।
রে সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, জিমখানা ওয়ালটন প্লাজার পাশে জুয়ার আসরটি আমরা তালা লাগিয়ে দিয়েছি। সেখান থেকে কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।