অপরহণ না প্রেম? আসামী বাবা মা সহ ৯ জন
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৮:১৫ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার

নারায়ণগঞ্জ শহরের নতুন খানপুর এলাকার ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের অভিযোগ এনে সদর মডেল থানায় একটি মামলা করেছে কিশোরীর বাবা।
রোববার (১ ডিসেম্বর) রাতে এ মামলাটি দায়ের করেন। আসামি করা হয় হৃদয় চন্দ্র ঘোষ ও তার মা বাবা ও ভাই সহ ৯ জনকে।
এজাহারে সূত্রে জানা গেছে, শহরের নতুন খানপুর এলাকার একই ভবনে বসবাস করার সুবাধে বিভিন্ন সময় কিশোরীকে প্রেমের প্রস্তাব দিত হৃদয় চন্দ্র ঘোষ। রাজি না হলে তুলে নিয়ে যাওয়া হবে বলে হুমকি দিত। গত ২৮ নভেম্বর বিকালে হৃদয় চন্দ্র ঘোষ অন্যান্য আসামীদের সহযোগিতায় কিশোরীকে গাড়ি যোগে অপহরণ করে নিয়ে যায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন মন্ডল জানান, এক কিশোরীকে অপহরণের ঘটনায় একটি মামলা হয়েছে। ভিকটিম উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।