১৪নং ওয়ার্ডে সেলিম ওসমানের ঈদ সামগ্রী বিতরণ করলেন বিন্নি
সিটি করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১১:০৭ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানের নিজস্ব তহবিল থেকে নাসিক ১৪নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
১২ জুন মঙ্গলবার বিকেলে নাসিক কাউন্সিলর শারমিন হাবীব বিন্নি ১৪নং ওয়ার্ডে ১৮৬টি পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
ঈদ সামগ্রী বিতরণকালে বিন্নি বলেন, সেলিম ওসমান একজন দানবীর মনের মানুষ। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে ব্যপক ভূমিকা রেখে যাচ্ছেন। দুস্থ মানুষদের সহায়তায় তিনি সর্বদাই এগিয়ে আসেন। আগামীতে যাতে তিনি পুনরায় ক্ষমতায় আসতে পারে, সেজন্য আপনারা দোয়া করবেন। এসময় সাংসদ সেলিম ওসমানের সুস্থ জীবন যাপনের জন্য দোয়া করা হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হামজা হাবীব মিশর, আলিফ হাবীব জরদান, বাবুল মিয়া প্রমুখ।