জাতির জনকের প্রতিকৃতিতে বিআইডব্লিউটিএ’র শ্রদ্ধাঞ্জলী
সিটি করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৪:৪৫ পিএম, ১৫ আগস্ট ২০১৮ বুধবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিজয়স্তম্ভে অবস্থিত জাতির জনকের প্রতিকৃতি পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর। বুধবার সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের সামনে থেকে একটি শোক র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের শোক র্যালীতে যোগ দেয়। পরে চাষাঢ়ায় বিজয়স্তম্ভে অবস্থিত জাতির জনকের প্রতিকৃতি পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলীর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, সহকারী পরিচালক মোঃ শাহআলম, সিবিএ নেতা সিদ্দিকুর রহমান প্রমুখ।