ট্যাক্সেস বারে রাজ্জাক গ্রুপের নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর
সিটি করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৮:২৩ পিএম, ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার

নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে আবদুর রাজ্জাক সমর্থিত গ্রুপের নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার ১৭ আগস্ট সকালে সদ্য বিদায়ী সভাপতি আবদুর রাজ্জাক নব নির্বাচিত কমিটির সভাপতি আবদুল জলিল দেওয়ানের কাছে ওই দায়িত্ব হস্তান্তর করে।
এর আগে ৩০ জুলাই নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের ২০১৮-২০১৯ সনের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে দাখিলকৃত ১৭ জন প্রার্থীর নমিনেশন পেপার চূড়ান্ত বৈধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আজিজুল হক মিঠু।
২৯ জুলাই আব্দুর রাজ্জাক খান ও এ বি সিদ্দিকীর নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনারে হাতে ১৭ জন প্রার্থীর নমিনেশন পেপার তুলে দেওয়া হয়। বৈধ প্রার্থীর তালিকার মধ্যে সভাপতি মোঃ আবদুল জলিল দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি ননী গোপাল দাস, সহ-সভাপতি এম এস এ মনির, জেনারেল সেক্রেটারী মোঃ আবদুর রব বাবুল, সহকারী জেনারেল সেক্রেটারী আলী জিন্নাহ খাঁন, ট্রেজারার অমর চন্দ্র সাহা, লাইব্রেরী সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান, সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সেক্রেটারী সাহিদুর রহমান টুটুল, লিগ্যাল এইড সেক্রেটারী মোঃ হারুনুর রশিদ।
কার্যকরী সদস্যরা হচ্ছেন মোঃ বজলুর রহমান, মোঃ রুহুল আমীন, আবদুর রাজ্জাক খান, রতন কান্তি ধর, মালিক সোহেল সারওয়ার, মোঃ আনিসুর রহমান লিংকন, মোহাম্মদ মোশাররফ হোসেন (মিটু) ও জিল্লুর রহমান।