নারায়ণগঞ্জ বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ ও মিছিল
প্রেস বিজ্ঞপ্তি || নিউজ নারায়ণগঞ্জ ০৬:৩৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮ সোমবার

বর্তমান সরকারের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ১০ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টায় চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। জোটের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমম্বয়ক নিখিল দাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, বাসদ (মার্কসবাদী) নেতা রফিকুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা ধীমান সাহা জুয়েল।
নেতৃবৃন্দ বলেন, মহাজোট সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারসমূহ রুদ্ধ করে দমন-নিপীড়নের পথে স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন কায়েম রেখেছে। উন্নয়নের নামে লুটপাট, দুর্নীতি আর দুঃশাসনে দেশের মানুষ দিশেহারা। বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ চূড়ান্ত দলীয়করণের শিকার। শোষণ-বৈষম্য, রুটি-রুজির সংকট, বেকারত্ব, গুম-খুন-সন্ত্রাস, জানমালের নিরাপত্তাহীনতা এসবে জনজীবন বিপর্যস্ত। এর বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলা ছাড়া গত্যন্তর নেই।