বন্দরে বৃক্ষমেলায় প্রথম নবীগঞ্জ নার্সারী
বন্দর করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:১২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বন্দরে ফলদ বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর মঙলবার নারায়ণগঞ্জ বন্দর উপজেলা সভা কক্ষে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু ব্যাপারীর সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: আব্বাস উদ্দিন।
এতে নার্সারি মালিকদের পক্ষে বক্তব্য রাখেন নবীগঞ্জ নার্সারির মালিক মাওলানা মুফতি খাজা হেছাম উদ্দিন চিশতী। উপজেলা কর্মকর্তাদের পক্ষে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ফারুক আহাম্মেদ, উপপরিচালক মুরাদ হাসান।
এছাড়াও আরো বক্তব্য রাখেন আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানাজ সুলতানা, উপজেলা কৃষি অফিসার ড. মোস্তফা এমরান হোসেন।
মেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিকদের মাঝে বিজয়ী ১ম স্থান অর্জনকারী নবীগঞ্জ নার্সারির মালিক মাওলানা মুফতি খাজা হেছাম উদ্দিন চিশতী, ২য় স্থান অর্জনকারী ভাই ভাই নার্সারীর মালিক নুরুল ইসলাম এবং ৩য় স্থান অর্জনকারী রূপসী বাংলা নার্সারির মালিক সুমনকে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।