নারায়ণগঞ্জে হেনা দাসের দশম মৃত্যু বার্ষিকী উদযাপন
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৭:৫৯ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার

নারায়ণগঞ্জে মাসদাইরে হেনা দাসের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মৃতিস্তম্ভের পাদদেশে পুস্পমাল্য অর্পণ করা হয়। ২০ জুলাই শনিবার সকালে এই শ্রদ্ধা শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়।
নারী নেত্রী হেনা দাশ বৃটিশ বিরোধী আন্দোলনের নেত্রী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক সহ নানা কারণে বেশ সম্মান অর্জন করেছেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুর রহমান, সমমনার সভাপতি দুলাল সাহা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস।
স্মরণ সভার পূর্বে হেনা দাসের স্মৃতিস্তম্বে পুস্পমাল্য অর্পণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রিয় কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সমাজ অনুশীলন কেন্দ্র, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, কমিউনিস্ট পার্টি নারী সেল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।