বন্দরে পতিতা ও খদ্দের সহ আটক ৪
বন্দর করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৮:২৪ পিএম, ২৪ মে ২০১৮ বৃহস্পতিবার

রমজান মাসে পতিতা নিয়ে ফূর্তি করার সময় পতিতা ও ৩ খদ্দের সহ ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। ২৩ মে বুধবার রাতে বন্দর থানার বাগদোবাড়ীয়াস্থ সাইফুল মিয়ার বাড়ী থেকে এদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
আটকৃতরা হলো গাজীপুর সদর থানার বাধন এলাকার হাসান আলী মিয়ার লম্পট ছেলে খদ্দর রুবেল (২৭), সোনারগাঁ থানার পঞ্চমীঘাট এলাকার সিরাজুল ইসলাম মিয়ার ছেলে মাইদুল হাসান (৩৩), ঢাকা ভাটরা এলাকার আব্দুর সাত্তার মিয়ার ছেলে সুমন (২৩) ও সোনারগাঁ থানার নুনের টেক এলাকার মিজানুর রহমানের স্ত্রী রহিমা আক্তার সুমী (২৬)।
এলাকাবাসী জানিয়েছে, রমজান মাসে বাসাবাড়িতে পতিতা নিয়ে ফূর্তি করার সময় এলাকাবাসী বাগদোবাড়ীয়া এলাকার কতিপয় সাইফুল ইসলামের বাড়ি থেকে উল্লেখিত পতিতাসহ ৩ খদ্দেরকে হাতেনাতে আটক করে। পরে তাদেরকে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে সোপর্দ করা হয়।