জনসংখ্যা দিবস উপলক্ষ্যে বন্দরে র্যালি আলোচনা সভা
বন্দর করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৬:৫৭ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে র্যালি ও কমপ্লেক্সে সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, বন্দর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার পরিচালনায় বক্তব্য রাখেন, উপ সহকারী মেডিক্যাল অফিসার আহসান উল্লাহ, পরিদর্শক আব্দুর রব, ইপ সহকারী পারভীন আক্তার, নগর মাতৃ সদনের ম্যানেজার এম এ মামুন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা প্রমুখ।
জনসংখ্যা নিয়ন্ত্রণে ও পারবার পকিল্পনা বিষয়ে পুরস্কার পান মাহবুবা আক্তার ঝর্না, শেফালী আক্তার, মাকসুদুর রহমান, আবুল খায়ের, ধামগড় ইউনিয়ন ও নগর মাতৃসদন। র্যালিতে পরিবার পরিকল্পনা সহকারীরা অংশ গ্রহণ করেন।