আওয়ামী লীগে গ্রুপিং চলবে না : এমপি গাজী
রূপগঞ্জ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৭:২৫ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
১১ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভায় অনুষ্ঠিত ওই প্রধান অতিথির বক্তৃতায় গোলাম দস্তগীর গাজী বলেন, বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক কর্মকান্ডের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। রূখে দিতে হবে ওদের সকল ষড়যন্ত্র। রূপগঞ্জে কেউ নাশকতার চেষ্টা করলে সে যে দলের হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে গোলাম দস্তগীর গাজী বলেন, দুর্গাপূজায় আপনারা সতর্ক অবস্থানে থাকবেন। সামনে নির্বাচন স্বাধীনতা বিরোধীরা আবার জ্বালাও পোড়াওয়ে চেষ্টা করবে। জনগণের জান-মাল রক্ষায় আপনাদের যা যা করা দরকার তা করবেন। আপনাদের সহযোগিতা করবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ।
নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে গোলাম দস্তগীর গাজী বলেন, প্রত্যেকের এলাকায় যে সকল উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। জনগণের সামনে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরবেন। নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কোন গ্রুপিং চলবে না। মনে রাখবেন নৌকা হারলে আপনাদের অস্তিত্ব থাকবে না।
উপজেলা চেয়ারম্যান শাহাজাহান ভূইয়ার সভাপতিত্ব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জু ভূইয়া প্রমুখ।