ফতুল্লা ইউপির ভিজিডির চাল বিতরণ
ফতুল্লা করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৬:৫৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদ থেকে বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।
ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের উপস্থিতিতে চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন ফতুল্লা ইউপি`র ১নং ওয়ার্ডের সদস্য হাসমত আলী, ৬নং ওয়ার্ড সদস্য আলী আকবর, ৭নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম সেলিম, ৩নং ওয়ার্ডের ইঞ্জিনিয়ার মোঃ তরিকুল ইসলাম প্রধান, মিরাজ ও গ্রাম পুলিশ নিজামসহ ইউপি কার্যালয়ের অন্যান্য কর্মচারিগণ।
৩০ কেজি করে মোট ১৫৫ জনের মাঝে এই ভিজিডির চাল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন অত্র ইউপি`র সচিব রায়হান ভূঁইয়া কাজল।