শীতলক্ষ্যার সৌন্দর্য বর্ধনে বৃক্ষ রোপন
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৭:১৩ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদী সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যে নদীর পাড়ে নানা রকম ফুলের বৃক্ষরোপন উদ্বোধন করেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া। মঙ্গলবার ১২ নভেম্বর দুপুরে স্কুলঘাট এলাকায় তিনি উদ্যোগ গ্রহণ করেন।
সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্দেশে বন্দর স্কুলঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর এলাকাবাসীর বিনোদনের সুবিধার্থে ওই স্থানে নদীর সৌন্দর্য বর্ধনের পরিবেশকে আরো উৎফুল্ল করতে ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া এ উদ্যোগ নেন।
এ সময় তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২বারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি ওয়ার্ডবাসীর বিনোদনের জন্য শীতলক্ষ্যা নদীর পাড় এলাকায় বিভিন্ন ধরনের ফুল বৃক্ষরোপনের জন্য নির্দেশ দিয়েছেন। এরমধ্যে কৃষ্ণচূড়া গাছ, সূর্যমূখী ফুলগাছ, হাসনা হেনা গাছসহ চারিপাশে লেক আকারে সুপারী গাছ রোপন করা হচ্ছে।