এশিয়ান হাইওয়ে সড়কে উচ্ছেদ অভিযান
রূপগঞ্জ করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৫:০০ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ার হাইওয়ে সড়কের উভয় পাশে জমি দখল করে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনায় উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপদ অধিপ্তর নারায়ণগঞ্জ।
সড়ক ও জনপদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে ২ নভেম্বর সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর পূর্বপাড় থেকে কেন্দুয়াপাড়া পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে সড়কের উভয় দিকে কমপক্ষে ২ শতাধিক বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙ্গে জমি দখলমুক্ত করা হয়।
এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগ নারায়ণগঞ্জের উপ বিভাগীয় প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন শামীম বলেন, নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত করনের লক্ষ্যে হাইকোর্টের নির্দেশায় সড়কের উভয় পাশে ১০ মিটারে মধ্যে কর্তৃপক্ষে অনুমতি ছাড়া কেউ কোন হাটবাজার ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করতে পারবেনা।
এছাড়া এশিয়ান হাইওয়ে(বাইপাস) সড়ক ৬ লেনে উন্নতি করার লক্ষ্যে সড়কের নিজ জমি উভয় পাশে দখলকৃত জমি দখলমুক্ত করার লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। উচ্ছেদ অভিযানের ১৫ দিন আগে দখলদারদের বরাবর সওজের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে।
উপস্থিত ছিলেন কাঞ্চন সেতুর টোলপ্লাজার প্রকল্প পরিচালক মোঃ কারিবুল ইসলাম, কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকতা মোঃ আব্দুল মান্নান, ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই শফিকুল ইসলাম প্রমুখ। উচ্ছেদে বিপুল সংখ্য পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। উচ্ছেদে স্থাপনা ভেঙ্গে ফেলতে ভেকু ব্যবহার করা হয়।