শামীম ওসমানকে সালাম করে আওয়ামী লীগে যোগ দিলেন কাউন্সিলর ইস্রাফিল
সিটি করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:১৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

বিএনপির সক্রিয় নেতা সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধান এবার আওয়ামী লীগে যোগ দিয়েছেন। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের পায়ে সালাম করে ফুলের তোড়া দিয়ে তিনি বিএনপি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। এখন থেকে আওয়ামী লীগের পতাকাতলের নিচে কাজ করার ঘোষণা আসে ইস্রাফিলের কণ্ঠে যিনি এর আগে কয়েকবার কারাভোগ করেছেন।
২৯ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম ওসমান।
প্রধান অতিথির বক্তব্য দেয়ার আগে নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা ইসরাফিল প্রধান শামীম ওসমানের হাতে ফুলের নৌকা তুলে দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। এসময় জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যডিশনাল ডিআইজি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া প্রমুখ।