২২ দিন পর মুক্তি পেলেন মামুন মাহমুদ
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১১:১৫ পিএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

২২ দিনের কারাভোগ শেষে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।
মঙ্গলবার (২০ নভেম্বর) রাতে ফতুল্লা থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে থেকে মামুন মাহমুদকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সন্ধ্যায় উচ্চ আদালত থেকে জামিন পেয়ে তিনি কারাগার থেকে মুক্তি পান।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, মামুন মাহমুদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা সেটা যা”াই বাছাই করে তাকে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য ৩০ অক্টোবর জেলা বিএনপির সেক্রেটারী মামুন মাহমুদ সহ ৪জনকে গ্রেফতার করে পুলিশ। শহরের চাষাঢ়ায় সায়াম প্লাজার সামনে থেকে ওই ৪জনকে গ্রেফতারের পর তাদের ৪জন সহ ২৪ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা হয়েছিল।