নাশকতা মামলায় আদালতে ছাত্রদল সভাপতি রনির হাজিরা
স্পেশাল করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৮:০৯ পিএম, ৮ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

নাশকতার অভিযোগে দায়ের করা ফতুল্লা মডেল থানার মামলায় হাজিরা দিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি। বৃহস্পতিবার (৮ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে হাজিরা দেন তিনি।
তাঁর আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ফতুল্লা মডেল থানায় দায়ের করা নাশকতার মামলায় রনি সহ একাধিক আসামী হাজিরা দিয়েছেন। ২০১৮ সালের জুলাই মাসে এই মামলা দায়ের করা হয়।
তিনি আরও বলেন, নাশকতার এই মামলা স্পষ্টত রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে। এই মামলায় রনি বর্তমানে জামিনে রয়েছেন।