শোক দিবসের দোয়ায় আইভী
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৮:১১ পিএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় নাসিক ১৮নং ওয়ার্ডে তোলারাম মোড় এলাকায় কাউন্সিলর কবির হোসাইনের কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী।
উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড আওয়ামীালীগের সভাপতি শফিউদ্দিন আহম্মেদ রবি, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী নেওয়াজ উল্লাহ, আলআমিন নগর মসজিদ কমিটির সভাপতি মাসুদুর রহমান, পশ্চিম মুসলিম নগর পঞ্চায়েত কমিটির সভাপতি মোবারক হোসেন খোকন, সাবেক জাতীয় ফুটবলার রনি ইসলাম, অলি উদ্দিন, খোরশেদ আলম সরকার, ওবায়েদউল্লাহ, জামান, দুলাল, আরমানউল্লাহ খোকন, নজরে হোসাইন দিপ্ত, রকি প্রমুখ। মিলাদ ও দোয়া শেষে উপস্থিতদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।