ড. কামাল ও মির্জা ফখরুলের সমালোচনায় হেফাজত আমীর
স্পেশাল করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৬:৩০ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার

গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কঠোর সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আবদুল আউয়াল। তিনি বলেছেন, ‘নারী শিক্ষা ইস্যুতে আল্লামা আহমদ শফি যে বক্তব্য দিয়েছেন সেটা গণমাধ্যমে আংশিক প্রকাশ করা হয়। আর সেটার কারণেই ডা. কামালের মত বেঈমান ও মির্জা ফখরুল যেভাবে শাস্তি দাবী করছেন সেটার মধ্যে বড় ধরনের কোন দূরভিসন্ধিতা রয়েছে।’
নারায়ণগঞ্জ শহরের অন্যতম বৃহৎ মসজিদ ডিআইটি রেলওয়ে জামে মসজিদের খতিব আবদুল আউয়াল শুক্রবার ১৮ জানুয়ারী জুমআর নামাজের খুতবার বয়ানে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘ড. কামালের চরিত্র অনেকটা পোষা হাতির মত বেঈমানীর চরিত্র। গত নির্বাচনে তার সেই চরিত্র প্রকাশ পেয়েছে। তিনি বেঈমান। তার পূর্বতন পরিস্থিতি কি সেটা সবাইকে জানতে হবে, তিনি কোথাও হতে এসে কার পারপাস সার্ভ করেছেন সেটাও জাতিকে অনুধাবন করতে হবে। তাঁর মত বেঈমান আর মির্জা ফখরুলের কণ্ঠে আল্লাহওয়ালা মানুষ আল্লামা শফি সম্পর্কে মন্তব্য করা মানায় না। তারা চায় এ নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতার মসনদে বসতে।’
আবদুল আউয়াল বলেন, ‘ইসলাম ও কোরআন সুন্নাহ মোতাবেক আল্লামা শফি বক্তব্য দিয়েছেন। সেটা মানা ও না মানার বিষয়টি মানুষের। কিন্তু হঠাৎ করেই শাস্তি দাবী করার পেছনে ভিন্ন কোন কারণ আছে।’