নানাখী কাওমিয়া মাদরাসা পরিদর্শনে মুফতি আব্দুল্লাহ মারুফী
সোনারগাঁ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৬:৪৯ পিএম, ২৮ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী নানাখী জামেয়া ফারুকিয়া কাওমিয়া মাদরাসা পরিদর্শন করেছেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার উচ্চতর হাদিস গবেষণা বিভাগের প্রধান আল্লামা মুফতি আব্দুল্লাহ মারুফী।
২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি মাদরাসা পরিদর্শনে আসেন। এসময় তিনি মাদরাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের দরস প্রদান ও দোয়ায় অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- নানাখী জামেয়া ফারুকিয়া কাওমিয়া মাদরাসার মুহতামিম মুফতি শরীফুজ্জামান, শায়খুল হাদিস আল্লামা সাকিবুল ইসলাম কাসেমী, শায়খুল হাদিস আল্লামা আইনুল হক কাসেমী, মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা কারী ইব্রাহীম, শিক্ষা সচিব মাওলানা আমানুল্লাহ রায়পুরী, সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি নুরুল ইসলাম, মুফতি আরিফুল ইসলাম কাসেমী, মাওলানা বেলাল হুসাইন, মাওলানা সাইফুল্লাহ, মুফতি ফাইজুল ইসলাম, মুফতি শহিদুল ইসলাম, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা আব্দুর রহমান, হাফেজ আব্দুল খালেক মেম্বার প্রমুখ।