৭দিন পর অয়ন ওসমানের ফেসবুক আইডি উদ্ধার
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৪:৫২ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

৭দিন হ্যাকারদের কবলে থাকা নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের একমাত্র ছেলে অয়ন ওসমানের ফেসবুক আইডি www.facebook.com/ayonofficialbd উদ্ধার হয়েছে। ২২ এপ্রিল সোমবার বিকেল সাড়ে ৪টায় ফেসবুক আইডি ফেরতে পেয়েছেন অয়ন ওসমান।
নিউজ নারায়ণগঞ্জকে অয়ন ওসমান এ তথ্য নিশ্চিত করে এও জানান, বিকেলে ফেসবুকে সবাইকে ধন্যবাদ জানিয়ে যে পোস্টটি করা হয়েছে সেটা তিনি নিজেই করেছেন। বিকেলেই তিনি ফেসবুক আইডি ফেরত পান।
‘যারা অক্লান্ত পরিশ্রম করে আমার আইডি উদ্ধার করেছেন তাদেরকে আমি হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে প্রকাশ করছে কৃতজ্ঞতা।’ যোগ করেন অয়ন ওসমান।
এর আগে ১৫ এপ্রিল সকালে তাঁর ফেসবুক আইডি অন্যের নিয়ন্ত্রণে চলে যায় বলে জানান অয়ন ওসমান।
নিউজ নারায়ণগঞ্জকে অয়ন ওসমান বলেন, ‘হ্যাকড হওয়ার পর যারা আমার আইডি থেকে বিভিন্ন ধরনের মন্তব্য বা কাউকে মেসেঞ্জারে কিছু লিখে থাকলে আমি দুঃখিত।’
প্রসঙ্গত আইডি হ্যাকড হওয়ার পর দেশের বাইরের মোবাইল নাম্বার থেকে ৫ লাখ টাকা দাবী করা হয়। ওই টাকার অর্ধেক দিলে তাৎক্ষনিক আইডি ফেরত দেওয়ারও কথা বলা হয়।