PhotoSense এর ইফতার ও দোয়া 

সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১১:৫৩ পিএম, ২৬ মে ২০১৯ রবিবার

PhotoSense এর ইফতার ও দোয়া 

মোবাইল ফটোগ্রাফিক গ্রুপ PhotoSense নারায়ণগঞ্জের উদ্যোগে দোয়া ও ইফতার মাহমিল অনুষ্ঠিত হয়।রবিবার ২৬ মে ২০১৯ নগরীর ‘চাবাও’ রেস্টুরেন্টের জামতলাশাখায়  ইফতার মাহফিলে চযড়ঃড়ঝবহংব গ্রুপের এডমিন, মডারেটর ছাড়াও নানা বয়সী ফটোগ্রাফার সদস্যরাও উপস্থিত ছিল।

গ্রুরেপ অন্যতম মডারেটর তাইয়্যেবা তাহমিনা তানজীন বলেন, এই আয়োজনটি করতে আমাদের অনেক ভালো লাগছে।পবিত্র মাহে রমজান মাসে ইফতারি উপলক্ষ্যে আমরা গ্রুপের সদস্যরা একত্রিত হয়ে ইফতারি করেছি এবং মোবাইল ফটোগ্রাফি’র নানা দিক নিয়ে পরস্পরের অভিজ্ঞতা বিনিময় হয়েছে। ব্যাপারটি নিঃসন্দেহে অনেক আনন্দের।নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও